শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬৬৭
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৬৭। আবু বাকরা (রাহঃ) ...... সাঈদ ইবনুল মুসায়্যাব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আলী (রাযিঃ) ও উসমান (রাযিঃ) বলেছেনঃ মুসলমানের সালাতকে কোন কিছু বিনষ্ট করবে না। তবে তোমরা যথাসম্ভব যাতায়াতকে প্রতিহত করো।
2667 - مَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا رَوْحٌ , قَالَ: ثنا شُعْبَةُ , وَسَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ , وَهِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللهِ , عَنْ قَتَادَةَ , عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ: " أَنَّ عَلِيًّا وَعُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَا: «لَا يَقْطَعُ صَلَاةَ الْمُسْلِمِ شَيْءٌ , وَادْرَءُوا عَنْهَا مَا اسْتَطَعْتُمْ»
