শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬৬৪
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৬৪। ইউনুস (রাহঃ) সালিম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ইবন উমর (রাযিঃ) কে প্রশ্ন করা হয় যে, আব্দুল্লাহ ইবন আইয়াশ ইবন আবী রাবী'আ (রাহঃ) বলেনঃ কুকুর ও গাধা সালাতকে বিনষ্ট করে দেয়। এতে ইবন উমর (রাযিঃ) বললেনঃ মুসলমানের সালাতকে কোন কিছু বিনষ্ট করবে না।
2664 - مَا حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ سَالِمٍ , قَالَ: قِيلَ لِابْنِ عُمَرَ: إِنَّ عَبْدَ اللهِ بْنَ عَيَّاشِ بْنِ رَبِيعَةَ يَقُولُ: يَقْطَعُ الصَّلَاةَ الْكَلْبُ وَالْحِمَارُ فَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: «لَا يَقْطَعُ صَلَاةَ الْمُسْلِمِ شَيْءٌ»
