শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬৩৬
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৩৬। ইবন আবু দাউদ (রাহঃ) ..... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন, রাবী বলেন, এ হাদীসটি সম্পর্কে আমার ধারণা যে, তিনি সূত্র পরম্পরায় এটিকে নবী করীম ﷺ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। তিনি বলেছেনঃ ঋতুবতী স্ত্রীলোক, কুকুর, গাধা, ইয়াহুদী, খ্রিস্টান ও শুকর (সম্মুখ দিয়ে যাতায়াত করলে) সালাতকে বিনষ্ট করে দেয়। তোমার জন্য যথেষ্ট যদি তারা তোমার থেকে এক তীর সমপরিমাণ দূরত্বে (যাতায়াত করে) থাকে তবে তোমার সালাতকে বিনষ্ট করবে না।
2636 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْمُقَدَّمِيُّ، قَالَ: ثنا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ: ثنا أَبِي، عَنْ يَحْيَى، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: أَحْسَبُهُ قَدْ أَسْنَدَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَقْطَعُ الصَّلَاةَ الْمَرْأَةُ الْحَائِضُ , وَالْكَلْبُ وَالْحِمَارُ , وَالْيَهُودِيُّ , وَالنَّصْرَانِيُّ. وَالْخِنْزِيرُ , وَيَكْفِيكَ إِذَا كَانُوا مِنْكَ قَدْرَ رَمْيَةٍ , لَمْ يَقْطَعُوا عَلَيْكَ صَلَاتَكَ»
