শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৬৩৫
নামাযের অধ্যায়
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৩৫। আহমদ ইবন দাউদ (রাহঃ) ...... ইবন আব্বাস (রাযিঃ) বর্ননা করেন যে (শু'বা র এটি মারফু' হিসাবে বর্ননা করেছেন) তিনি বলেছেনঃ ঋতুবতী স্ত্রীলোক ও কুকুর সালাতকে বিনষ্ট করে দেয়।
كتاب الصلاة
2635 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ , قَالَ: ثنا مُسَدَّدٌ , قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ , عَنْ شُعْبَةَ , عَنْ قَتَادَةَ , قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ زَيْدٍ يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ , رَفَعَهُ شُعْبَةُ , قَالَ: «يَقْطَعُ الصَّلَاةَ الْمَرْأَةُ الْحَائِضُ , وَالْكَلْبُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৬৩৫ | মুসলিম বাংলা