শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৬৩৭
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৩৭। আহমদ ইবন দাউদ (রাহঃ) ....... আব্দুল্লাহ ইবন মুগাফফল (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ কুকুর, গাধা ও স্ত্রীলোক (এর সম্মুখ দিয়ে যাতায়াত) সালাতকে বিনষ্ট করে দেয়।
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল 'আলিম এই সমস্ত হাদীসের মর্ম গ্রহণ করে বলেছেন যে, কালো কুকুর, স্ত্রীলোক ও গাধা যদি সম্মুখ দিয়ে যাতায়াত করে, তাহলে তা সালাত বিনষ্ট করে দিবে।
পক্ষান্তরে অপরাপর আলিমগন এ বিষয়ে তাদের বিরোধিতা করে বলেছেন যে, এইগুলোর কিছুই সালাতকে বিনষ্ট করবে না। এই বিষয়ে তাঁরা নিন্মোক্ত হাদীসসমূহ দ্বারা দলীল পেশ করেনঃ
2637 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَقْطَعُ الصَّلَاةَ الْكَلْبُ , وَالْحِمَارُ , وَالْمَرْأَةُ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذِهِ الْآثَارِ فَقَالُوا: يَقْطَعُ الصَّلَاةَ الْكَلْبُ الْأَسْوَدُ , وَالْمَرْأَةُ , وَالْحِمَارُ , إِذَا مَرُّوا بَيْنَ يَدَيِ الْمُصَلِّي. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ مِنْ هَذَا
وَاحْتَجُّوا فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৬৩৭ | মুসলিম বাংলা