শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬৩০
সালাতে ইশারা করা প্রসঙ্গে
২৬৩০। আলী ইবন যায়দ (রাহঃ) ..... হাম্মাম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, সুলায়মান ইবন মুসা (রাহঃ) আতা (রাহঃ) -কে জিজ্ঞাসা করেন, "আপনি কি জাবির (রাযিঃ)- কে সেই ব্যক্তির বিষয়ে জিজ্ঞাসা করেছেন, যে আপনাকে সালাতরত অবস্থায় সালাম করে"? তিনি বললেন, তুমি সালাত শেষ না করা পর্যন্ত তার জওয়াব দিবে না, তারপর তিনি বলেন, হ্যাঁ।
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ এতে বুঝা যাচ্ছে যে, প্রথম হাদীসে জাবির (রাযিঃ) যে জওয়াবের কথা বুঝিয়েছেন তা হচ্ছে সালাত থেকে অবসর হওয়ার পর জওয়াব প্রদান করা। অতএব এটি রাসূলুল্লাহ ﷺ থেকে বর্নিত হাদীসের অনুকূল হয়েছে এবং এর অর্থ আমাদের উল্লিখিত বর্ননার সাথে সংগতিপূর্ণ।
ইবন আব্বাস (রাযিঃ) থেকে এ বিষয়ে অনুরূপ বর্নিত আছেঃ
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ এতে বুঝা যাচ্ছে যে, প্রথম হাদীসে জাবির (রাযিঃ) যে জওয়াবের কথা বুঝিয়েছেন তা হচ্ছে সালাত থেকে অবসর হওয়ার পর জওয়াব প্রদান করা। অতএব এটি রাসূলুল্লাহ ﷺ থেকে বর্নিত হাদীসের অনুকূল হয়েছে এবং এর অর্থ আমাদের উল্লিখিত বর্ননার সাথে সংগতিপূর্ণ।
ইবন আব্বাস (রাযিঃ) থেকে এ বিষয়ে অনুরূপ বর্নিত আছেঃ
2630 - مَا حَدَّثَنَا عَلِيُّ بْنُ زَيْدٍ قَالَ: ثنا مُوسَى بْنُ دَاوُدَ , قَالَ: ثنا هَمَّامٌ , قَالَ: سَأَلَ سُلَيْمَانُ بْنُ مُوسَى , عَطَاءً: أَسَأَلْتُ جَابِرًا عَنِ الرَّجُلِ يُسَلِّمُ عَلَيْكَ وَأَنْتَ تُصَلِّي , فَقَالَ: " لَا تَرُدُّ عَلَيْهِ حَتَّى تَقْضِيَ صَلَاتَكَ؟ فَقَالَ: نَعَمْ " قَالَ أَبُو جَعْفَرٍ: فَدَلَّ ذَلِكَ أَنَّ الرَّدَّ الَّذِي أَرَادَ جَابِرٌ رَضِيَ اللهُ عَنْهُ فِي الْحَدِيثِ الْأَوَّلِ , هُوَ الرَّدُّ بَعْدَ الْفَرَاغِ مِنَ الصَّلَاةِ , فَقَدْ وَافَقَ ذَلِكَ , مَا رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدَلَّ مِنْ مَعْنَاهُ عَلَى مَا ذَكَرْنَاهُ. وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي هَذَا نَحْوٌ مِنْ ذَلِكَ
