শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬০৯
সালাতে কৃত ভুলের জন্য কথা বলা
২৬০৯। আলী ইবন আব্দুর রহমান (রাহঃ) ….. আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমরা সালাতে সালামের উত্তর প্রদান করতাম। তারপর এর থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে।
আর আবু সাঈদ খুদরী (রাযিঃ) সম্ভবত বয়সের দিক দিয়ে যায়দ ইবন আরকাম (রাযিঃ) অপেক্ষা অনেক ছোট।
বাস্তব ঘটনা এরূপই। মনে রাখুন, এই আবু সাঈদ খুদরী (রাযিঃ) নিজেই খবর দিচ্ছেন যে, তিনি সালাতে কথা বলার বৈধতার সময়কাল পেয়েছেন।
এ বিষয়ে ইবন মাসউদ (রাযিঃ) থেকেও বর্নিত আছেঃ
আর আবু সাঈদ খুদরী (রাযিঃ) সম্ভবত বয়সের দিক দিয়ে যায়দ ইবন আরকাম (রাযিঃ) অপেক্ষা অনেক ছোট।
বাস্তব ঘটনা এরূপই। মনে রাখুন, এই আবু সাঈদ খুদরী (রাযিঃ) নিজেই খবর দিচ্ছেন যে, তিনি সালাতে কথা বলার বৈধতার সময়কাল পেয়েছেন।
এ বিষয়ে ইবন মাসউদ (রাযিঃ) থেকেও বর্নিত আছেঃ
2609 - مَا حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ , قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ , قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَجْلَانَ , عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ , عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ , قَالَ: «كُنَّا نَرُدُّ السَّلَامَ فِي الصَّلَاةِ , حَتَّى نُهِينَا عَنْ ذَلِكَ» وَأَبُو سَعِيدٍ فَلَعَلَّهُ فِي السِّنِّ أَيْضًا دُونَ زَيْدِ بْنِ أَرْقَمَ بِدَهْرٍ طَوِيلٍ , وَهُوَ كَذَلِكَ , فَهَا هُوَ ذَا يُخْبِرُ أَنَّهُ قَدْ كَانَ أَدْرَكَ إِبَاحَةَ الْكَلَامِ فِي الصَّلَاةِ. وَقَدْ رُوِيَ فِي ذَلِكَ أَيْضًا , عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ
