শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৫৮৭
আন্তর্জাতিক নং: ২৫৮৮
সালাতে কৃত ভুলের জন্য কথা বলা
২৫৮৭-২৫৮৮। আবু বাক্‌রা (রাহঃ) ও ইব্‌ন মারযূক (রাহঃ).....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) দুই রাক’আতেই সালাম ফিরিয়ে ফেলেন। এতে তাঁকে বলা হলো, হে আল্লাহ্‌র রাসূল! সালাত কি হ্রাস করা হলো? তিনি বললেন, ব্যাপার কি ? তিনি যা করেছেন সে সম্পর্কে তাঁকে খবর দেয়া হলো, তখন তিনি (অবশিষ্ট) দুই রাক’আত আদায় করলেন, সালাম ফিরালেন। তারপর (শেষ বৈঠকে বসা অবস্থায় দুই সিজ্‌দা (সাহো) করলেন ।
2587 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ ح

2588 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: " سَلَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَكْعَتَيْنِ فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللهِ , أَقَصُرَتِ الصَّلَاةُ؟ فَقَالَ: «وَمَا ذَاكَ؟» فَأُخْبِرَ بِمَا صَنَعَ , فَصَلَّى رَكْعَتَيْنِ , ثُمَّ سَلَّمَ , ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান