শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৫৮৯
আন্তর্জাতিক নং: ২৫৯১
সালাতে কৃত ভুলের জন্য কথা বলা
২৫৮৯-২৫৯১। রবীউল মু’আয্যিন (রাহঃ).....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) একদা সালাত আদায়কালে দুই রাক’আতে-ই সালাম ফিরিয়ে ফেলেন এবং তাশরীফ নিয়ে গেলেন। যুলইয়াদায়ন তাঁকে পেয়ে বললেন, হে আল্লাহ্র রাসূল! সালাত কি হ্রাস করা হলো, না আপনি ভুল করেছেন ? তিনি বললেন, হ্রাস করাও হয়নি এবং আমি ভুলও করিনি। তিনি বললেন, হ্যাঁ ঐ সত্তার শপথ, যিনি আপনাকে হকসহ পাঠিয়েছেন (উভয়ে কোন একটি ঘটেছে) তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ যুলইয়াদায়ন কি সত্য বলছে ? তাঁরা বললেন, জ্বী, হ্যাঁ, হে আল্লাহ্র রাসূল! (এরপর) তিনি লোকদের নিয়ে (অবশিষ্ট) দুই রাক’আত আদায় করেছিলেন।
ইবরাহীম ইব্ন মুন্কিয (রাহঃ).....আবু হুরায়রা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি (এই হাদীসে) ‘সালামের পরে দুই সিজ্দা সাহো করেছেন’ বাক্যটি বৃদ্ধি করেছেন ।
রবীউল মু’আয্যিন (রাহঃ).....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, একবার নবী করীম (ﷺ) দুই রাক’আতেই সালাম ফিরিয়ে ফেলেন। তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন। তবে তিনি সিজ্দার পূর্বে সালামের উল্লেখ করেন নি।
আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম এ মত গ্রহণ করেছেন যে, মুক্তাদী নিজ ইমামের সাথে ইমাম কর্তৃক সৃষ্ট কারণে সালাতে কথা বললে তা সালাতকে ভঙ্গ করবে না এবং সালাতে ইমাম ও মুক্তাদী ভুলে কথা বললে তা সালাতকে ভঙ্গ করবে না। তাঁরা তাঁদের মায্হাবের স্বপক্ষে এবং ইমাম কর্তৃক সালাতের কোন অংশ ছেড়ে দেয়ার কারণে ইমামের সাথে মুক্তাদীর কথা বলা প্রসঙ্গে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাথে যুলইয়াদায়নের কথা বলাকে দলীল হিসাবে পেশ করেন, যা এই সমস্ত হাদীসে ব্যক্ত হয়েছে এবং যা আমরা বর্ণনা করেছি । আর ভুলে কথা বললে সালাতকে ভঙ্গ করে না তাঁদের মাযহাবের স্বপক্ষে দলীল হিসাবে পেশ করেন, যুলইয়াদায়নকে লক্ষ্য করে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর উক্তি “হ্রাস করাও হয়নি এবং আমি ভুলও করিনি”। অথচ তিনি মনে করছেন যে, তিনি সালাতে নেই। তাঁরা বলেছেনঃ যখন রাসূলুল্লাহ্ (ﷺ) সবার আদায়কৃত সালাতের উপরে ভিত্তি করেছেন এবং এটি তাঁর জন্য ও যুলইয়াদায়নের জন্য সালাতকে ভঙ্গ করেনি। এতে প্রমাণিত হলো সালাতের সংশোধনের নিমিত্ত সালাতে কথা বলা বৈধ এবং সালাতে ভুলে কথা বললে তা সালাতকে ভঙ্গ করে না।
পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করেছেন এবং তাঁরা বলেছেনঃ তাকবীর তাহ্লীল ও কুরআন শরীফ পড়া ব্যতীত সালাতে কথা বলা জায়িয নয় এবং এতে ইমাম কর্তৃক সৃষ্ট কোন কিছুর দ্বারা কথা বলাও জায়িয নয়। সংশ্লিষ্ট বিষয়ে তাঁরা নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা দলীল পেশ করেনঃ
ইবরাহীম ইব্ন মুন্কিয (রাহঃ).....আবু হুরায়রা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি (এই হাদীসে) ‘সালামের পরে দুই সিজ্দা সাহো করেছেন’ বাক্যটি বৃদ্ধি করেছেন ।
রবীউল মু’আয্যিন (রাহঃ).....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, একবার নবী করীম (ﷺ) দুই রাক’আতেই সালাম ফিরিয়ে ফেলেন। তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন। তবে তিনি সিজ্দার পূর্বে সালামের উল্লেখ করেন নি।
আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম এ মত গ্রহণ করেছেন যে, মুক্তাদী নিজ ইমামের সাথে ইমাম কর্তৃক সৃষ্ট কারণে সালাতে কথা বললে তা সালাতকে ভঙ্গ করবে না এবং সালাতে ইমাম ও মুক্তাদী ভুলে কথা বললে তা সালাতকে ভঙ্গ করবে না। তাঁরা তাঁদের মায্হাবের স্বপক্ষে এবং ইমাম কর্তৃক সালাতের কোন অংশ ছেড়ে দেয়ার কারণে ইমামের সাথে মুক্তাদীর কথা বলা প্রসঙ্গে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাথে যুলইয়াদায়নের কথা বলাকে দলীল হিসাবে পেশ করেন, যা এই সমস্ত হাদীসে ব্যক্ত হয়েছে এবং যা আমরা বর্ণনা করেছি । আর ভুলে কথা বললে সালাতকে ভঙ্গ করে না তাঁদের মাযহাবের স্বপক্ষে দলীল হিসাবে পেশ করেন, যুলইয়াদায়নকে লক্ষ্য করে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর উক্তি “হ্রাস করাও হয়নি এবং আমি ভুলও করিনি”। অথচ তিনি মনে করছেন যে, তিনি সালাতে নেই। তাঁরা বলেছেনঃ যখন রাসূলুল্লাহ্ (ﷺ) সবার আদায়কৃত সালাতের উপরে ভিত্তি করেছেন এবং এটি তাঁর জন্য ও যুলইয়াদায়নের জন্য সালাতকে ভঙ্গ করেনি। এতে প্রমাণিত হলো সালাতের সংশোধনের নিমিত্ত সালাতে কথা বলা বৈধ এবং সালাতে ভুলে কথা বললে তা সালাতকে ভঙ্গ করে না।
পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করেছেন এবং তাঁরা বলেছেনঃ তাকবীর তাহ্লীল ও কুরআন শরীফ পড়া ব্যতীত সালাতে কথা বলা জায়িয নয় এবং এতে ইমাম কর্তৃক সৃষ্ট কোন কিছুর দ্বারা কথা বলাও জায়িয নয়। সংশ্লিষ্ট বিষয়ে তাঁরা নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা দলীল পেশ করেনঃ
2589 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، قَالَ: ثنا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى يَوْمًا , فَسَلَّمَ فِي رَكْعَتَيْنِ , ثُمَّ انْصَرَفَ , فَأَدْرَكَهُ ذُو الشِّمَالَيْنِ فَقَالَ: يَا رَسُولَ اللهِ , أَنَقَصَتِ الصَّلَاةُ أَمْ نَسِيتَ؟ فَقَالَ: «لَمْ تَنْقُصْ وَلَمْ أَنْسَ» فَقَالَ: بَلَى وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ , فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَدَقَ ذُو الْيَدَيْنِ» فَقَالُوا: نَعَمْ يَا رَسُولَ اللهِ , فَصَلَّى لِلنَّاسِ رَكْعَتَيْنِ
2590 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُنْقِذٍ، قَالَ: ثنا إِدْرِيسُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَيَّاشٍ، عَنِ ابْنِ هُرْمُزَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ وَزَادَ «وَسَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ بَعْدَ السَّلَامِ»
2591 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ مِنْ رَكْعَتَيْنِ فَذَكَرَ نَحْوَ ذَلِكَ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرِ السَّلَامَ الَّذِي قَبْلَ السُّجُودِ قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الْكَلَامَ فِي الصَّلَاةِ مِنَ الْمَأْمُومِينَ لِإِمَامِهِمْ لَمَّا كَانَ مِنْهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ وَأَنَّ الْكَلَامَ مِنَ الْإِمَامِ وَمِنَ الْمَأْمُومِينَ فِيهَا عَلَى السَّهْوِ , لَا يَقْطَعُ الصَّلَاةَ , وَاحْتَجُّوا فِي مَذْهَبِهِمْ فِي كَلَامِ الْمَأْمُومِ لِلْإِمَامِ لِمَا قَدْ تَرَكَهُ مِنَ الصَّلَاةِ , بِكَلَامِ ذِي الْيَدَيْنِ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذِهِ الْآثَارِ الَّتِي رَوَيْنَاهَا , وَفِي مَذْهَبِهِمْ فِي الْكَلَامِ عَلَى السَّهْوِ , أَنْ لَا يَقْطَعَ الصَّلَاةَ لِقَوْلِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِذِي الْيَدَيْنِ «لَمْ تَقْصُرْ وَلَمْ أَنْسَ» وَهُوَ يَرَى أَنَّهُ لَيْسَ فِي الصَّلَاةِ. قَالُوا: فَلَمَّا بَنَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَا صَلَّى , وَلَمْ يَكُنْ ذَلِكَ قَاطِعًا عَلَيْهِ , وَلَا عَلَى ذِي الْيَدَيْنِ الصَّلَاةَ , فَثَبَتَ بِذَلِكَ أَنَّ الْكَلَامَ لِإِصْلَاحِ الصَّلَاةِ , مُبَاحٌ فِي الصَّلَاةِ , وَأَنَّ الْكَلَامَ فِي الصَّلَاةِ عَلَى السَّهْوِ , غَيْرُ قَاطِعٍ لِلصَّلَاةِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , وَقَالُوا: لَا يَجُوزُ الْكَلَامُ فِي الصَّلَاةِ إِلَّا بِالتَّكْبِيرِ , وَالتَّهْلِيلِ , وَقِرَاءَةِ الْقُرْآنِ , وَلَا يَجُوزُ أَنْ يَتَكَلَّمَ فِيهَا بِشَيْءٍ حَدَثَ مِنَ الْإِمَامِ فِيهَا
وَاحْتَجُّوا فِي ذَلِكَ
2590 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُنْقِذٍ، قَالَ: ثنا إِدْرِيسُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَيَّاشٍ، عَنِ ابْنِ هُرْمُزَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ وَزَادَ «وَسَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ بَعْدَ السَّلَامِ»
2591 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ مِنْ رَكْعَتَيْنِ فَذَكَرَ نَحْوَ ذَلِكَ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرِ السَّلَامَ الَّذِي قَبْلَ السُّجُودِ قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الْكَلَامَ فِي الصَّلَاةِ مِنَ الْمَأْمُومِينَ لِإِمَامِهِمْ لَمَّا كَانَ مِنْهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ وَأَنَّ الْكَلَامَ مِنَ الْإِمَامِ وَمِنَ الْمَأْمُومِينَ فِيهَا عَلَى السَّهْوِ , لَا يَقْطَعُ الصَّلَاةَ , وَاحْتَجُّوا فِي مَذْهَبِهِمْ فِي كَلَامِ الْمَأْمُومِ لِلْإِمَامِ لِمَا قَدْ تَرَكَهُ مِنَ الصَّلَاةِ , بِكَلَامِ ذِي الْيَدَيْنِ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذِهِ الْآثَارِ الَّتِي رَوَيْنَاهَا , وَفِي مَذْهَبِهِمْ فِي الْكَلَامِ عَلَى السَّهْوِ , أَنْ لَا يَقْطَعَ الصَّلَاةَ لِقَوْلِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِذِي الْيَدَيْنِ «لَمْ تَقْصُرْ وَلَمْ أَنْسَ» وَهُوَ يَرَى أَنَّهُ لَيْسَ فِي الصَّلَاةِ. قَالُوا: فَلَمَّا بَنَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَا صَلَّى , وَلَمْ يَكُنْ ذَلِكَ قَاطِعًا عَلَيْهِ , وَلَا عَلَى ذِي الْيَدَيْنِ الصَّلَاةَ , فَثَبَتَ بِذَلِكَ أَنَّ الْكَلَامَ لِإِصْلَاحِ الصَّلَاةِ , مُبَاحٌ فِي الصَّلَاةِ , وَأَنَّ الْكَلَامَ فِي الصَّلَاةِ عَلَى السَّهْوِ , غَيْرُ قَاطِعٍ لِلصَّلَاةِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , وَقَالُوا: لَا يَجُوزُ الْكَلَامُ فِي الصَّلَاةِ إِلَّا بِالتَّكْبِيرِ , وَالتَّهْلِيلِ , وَقِرَاءَةِ الْقُرْآنِ , وَلَا يَجُوزُ أَنْ يَتَكَلَّمَ فِيهَا بِشَيْءٍ حَدَثَ مِنَ الْإِمَامِ فِيهَا
وَاحْتَجُّوا فِي ذَلِكَ
