শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৫৭৮
 নামাযের অধ্যায়
সালাতে কৃত ভুলের জন্য কথা বলা
২৫৭৮। ফাহাদ (রাহঃ).....ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) লোকদেরকে (চার রাক’আত) সালাতে দুই রাক’আতে ভুল করে সালাম ফিরিয়ে ফেলেন। তাঁকে যুলইয়াদায়ন বললেন । পরে তিনি ইব্ন আউন (রাহঃ) ও হিশাম (রাহঃ)-এর হাদীসের অনুরূপ উল্লেখ করেছেন। আর তাঁদের উভয়ের হাদীস নিম্নরূপঃ তিনি (যুলইয়াদায়ন) বললেন, হে আল্লাহ্র রাসূল! সালাত কি হ্রাস হয়ে গেল ? তিনি বললেন, না। তারপর তিনি পরবর্তী দুই রাক’আত আদায় করলেন, এরপর সালাম দিয়ে দুই সিজ্দা সাহো করে সালাম ফিরালেন।
كتاب الصلاة
2578 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا أَبُو بَكْرٍ بْنُ أَبِي شَيْبَةَ , قَالَ: ثنا أَبُو أُسَامَةَ , عَنْ عُبَيْدِ اللهِ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى لِلنَّاسِ رَكْعَتَيْنِ , فَسَهَا فَسَلَّمَ. فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ , فَذَكَرَ مِثْلَ حَدِيثِ ابْنِ عَوْنٍ وَهِشَامٍ. وَحَدِيثُهُمَا أَنَّهُ قَالَ: " أَنَقَصَتِ الصَّلَاةُ يَا رَسُولَ اللهِ. قَالَ: «لَا» فَصَلَّى رَكْعَتَيْنِ أُخْرَيَيْنِ , ثُمَّ سَلَّمَ , ثُمَّ سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ , ثُمَّ سَلَّمَ