শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৫৭৭
সালাতে কৃত ভুলের জন্য কথা বলা
২৫৭৭। ইব্ন খুযায়মা (রাহঃ).....ইমরান ইব্ন হুসাইন (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তিন রাক’আতে সালাম ফিরিয়ে ফেলেন এবং রাগান্বিতভাবে হুজরা শরীফে প্রবেশ করেন। তখন দীর্ঘ হাত বিশিষ্ট খিরবাক নামক এক ব্যক্তি উঠে বললেন, হে আল্লাহ্র রাসূল! সালাত কি হ্রাস হয়ে গেল, না আপনি ভুল করেছেন ? রাবী বলেন, তিনি নিজ চাদর টানতে টানতে বের হলেন এবং (এ সম্পর্কে) জিজ্ঞাসা করলেন। তাঁকে খবর দেয়া হলে তিনি ছেড়ে দেয়া রাক’আতটি আদায় করলেন এবং সালাম ফিরালেন। তারপর দুই সিজ্দা (সাহো) করলেন এবং সালাম ফিরালেন।
2577 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا مُعَلَّى بْنُ أَسَدٍ , قَالَ: ثنا وُهَيْبٌ , عَنْ خَالِدٍ , عَنْ أَبِي قِلَابَةَ , عَنْ أَبِي الْمُهَلَّبِ , عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ , قَالَ: " سَلَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَلَاثِ رَكَعَاتٍ , فَدَخَلَ الْحُجْرَةَ مُغْضَبًا. فَقَامَ الْخِرْبَاقُ , رَجُلٌ بَسِيطُ الْيَدَيْنِ , فَقَالَ: يَا رَسُولَ اللهِ , أَقَصُرَتِ الصَّلَاةُ , أَمْ نَسِيتَ؟ قَالَ: فَخَرَجَ يَجُرُّ رِدَاءَهُ فَسَأَلَ , فَأُخْبِرَ , فَصَلَّى الرَّكْعَةَ الَّتِي كَانَ تَرَكَ وَسَلَّمَ , ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ , ثُمَّ سَلَّمَ
