শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৫৭৫
আন্তর্জাতিক নং: ২৫৭৬
৬৬. সালাতে কৃত ভুলের জন্য কথা বলা
২৫৭৫-২৫৭৬। ইব্ন মারযূক (রাহঃ).....ইমরান ইব্ন হুসাইন (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁদেরকে নিয়ে যুহরের সালাত তিন রাক’আত আদায় করলেন। তারপর সালাম ফিরিয়ে তাশরীফ নিয়ে গেলেন তখন খিরবাক তাঁকে বললেন, হে আল্লাহ্র রাসূল! আপনি তো তিন রাক’আত আদায় করেছেন। রাবী বলেন, তখন তিনি এসে এক রাক’আত আদায় করলেন তারপর সালাম ফিরে দুই সিজ্দা সাহো করেন এবং (সালাতের) সালাম ফিরান।
নাস্র ইব্ন মারযূক (রাহঃ).....খালিদ আল-হায্যা (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেনঃ পরে তাঁর নিকট খিরবাক দাঁড়িয়ে গিয়েছেন এবং তিনি (খিরবাক) ধারণা করেছেন যে, তা ছিল আসরের সালাত ।
নাস্র ইব্ন মারযূক (রাহঃ).....খালিদ আল-হায্যা (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেনঃ পরে তাঁর নিকট খিরবাক দাঁড়িয়ে গিয়েছেন এবং তিনি (খিরবাক) ধারণা করেছেন যে, তা ছিল আসরের সালাত ।
بَابُ الْكَلَامِ فِي الصَّلَاةِ لِمَا يَحْدُثُ فِيهَا مِنَ السَّهْوِ
2575 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا شَيْخٌ , أَحْسَبُهُ أَبَا زَيْدٍ الْهَرَوِيَّ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ خَالِدٍ الْحَذَّاءِ قَالَ: سَمِعْتُ أَبَا قِلَابَةَ يُحَدِّثُ عَنْ عَمِّهِ أَبِي الْمُهَلَّبِ , عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهِمُ الظُّهْرَ ثَلَاثَ رَكَعَاتٍ , ثُمَّ سَلَّمَ وَانْصَرَفَ. فَقَالَ لَهُ الْخِرْبَاقُ: يَا رَسُولَ اللهِ , إِنَّكَ صَلَّيْتَ ثَلَاثًا , قَالَ: فَجَاءَ فَصَلَّى رَكْعَةً ثُمَّ سَلَّمَ , ثُمَّ سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ , ثُمَّ سَلَّمَ "
2576 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا الْخَصِيبُ بْنُ نَاصِحٍ، قَالَ: ثنا وُهَيْبٌ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ إِلَّا أَنَّهُ قَالَ: «فَقَامَ إِلَيْهِ الْخِرْبَاقُ وَزَعَمَ أَنَّهَا صَلَاةُ الْعَصْرِ»
2576 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا الْخَصِيبُ بْنُ نَاصِحٍ، قَالَ: ثنا وُهَيْبٌ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ إِلَّا أَنَّهُ قَالَ: «فَقَامَ إِلَيْهِ الْخِرْبَاقُ وَزَعَمَ أَنَّهَا صَلَاةُ الْعَصْرِ»
