শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৫৭৩
সালাতে সিজ্দা সাহো সালামের পূর্বে না পরে ?
২৫৭৩। আবু বাক্রা (রাহঃ) .....ইমরান ইব্ন হুসাইন (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি সিজ্দা সাহোর বিষয়ে বলেছেন, সালাম ফিরিয়ে সিজ্দা করবে তারপর (সালাতের) সালাম ফিরাবে ।
ইমাম যুহ্রী (রাহঃ) উমর ইব্ন আব্দুল আযীয (রাহঃ)-এর নিকট সালামের পূর্বে সিজ্দা সাহোর বিষয় উল্লেখ করলে তিনি তা গ্রহণ করেননি।
ইমাম যুহ্রী (রাহঃ) উমর ইব্ন আব্দুল আযীয (রাহঃ)-এর নিকট সালামের পূর্বে সিজ্দা সাহোর বিষয় উল্লেখ করলে তিনি তা গ্রহণ করেননি।
2573 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو عُمَرَ، قَالَ: أنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَنَّ خَالِدًا الْحَذَّاءَ، أَخْبَرَهُمْ , عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ عِمْرَانِ بْنِ حُصَيْنٍ، قَالَ: «فِي سَجْدَتَيِ السَّهْوِ , يُسَلِّمُ ثُمَّ يَسْجُدُ ثُمَّ يُسَلِّمُ» وَقَدْ ذَكَرَ الزُّهْرِيُّ لِعُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ سُجُودَ السَّهْوِ قَبْلَ السَّلَامِ , فَلَمْ يَأْخُذْ بِهِ
