শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৫৭১
সালাতে সিজ্দা সাহো সালামের পূর্বে না পরে ?
২৫৭১। ইব্ন মারযূক (রাহঃ) ..... যাম্রা ইব্ন সাঈদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার আনাস ইব্ন মালিক (রাযিঃ)-এর পিছনে সালাত আদায় করেছেন। এতে তিনি সন্দিহান হওয়ায় সালামের পরে দুই সিজ্দা (সাহো) করেন।
2571 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَ: ثنا فُلَيْحٌ، عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا: «أَنَّهُ صَلَّى وَرَاءَ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ فَأُوهِمَ , فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ السَّلَامِ»
