শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৫৭০
সালাতে সিজ্দা সাহো সালামের পূর্বে না পরে ?
২৫৭০। আহমদ ইব্ন দাউদ(রাহঃ)..... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি সেই ব্যক্তির ব্যাপারে বলেছেন, যে কি না নিজ সালাতে সন্দেহ করে, বুঝতে পারে না (সালাত) কম হয়েছে, না বেশী তিনি বলেছেন, (এরূপ ব্যক্তি) সালামের পরে দুই সিজ্দা (সাহো) করবে।
2570 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: ثنا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ قَالَ فِي الرَّجُلِ يَهِمُ فِي صَلَاتِهِ , لَا يَدْرِي أَزَادَ أَمْ نَقَصَ؟ قَالَ: «يَسْجُدُ سَجْدَتَيْنِ بَعْدَمَا يُسَلِّمُ»
