শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৫৬৮
আন্তর্জাতিক নং: ২৫৬৯
সালাতে সিজ্দা সাহো সালামের পূর্বে না পরে ?
২৫৬৮-২৫৬৯। আবু বাক্রা (রাহঃ) ..... ইউসুফ ইব্ন মাহিক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ইব্ন যুবায়র (রাযিঃ) আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। তিনি যুহ্রের সালাতে দ্বিতীয় রাক’আতে (না বসে) দাঁড়িয়ে গেলেন। এতে আমরা (তাঁকে সতর্ক করার জন্য) সুব্হানাল্লাহ পাঠ করলাম। তিনিও সুব্হানাল্লাহ পাঠ করলেন এবং লোকদের দিকে লক্ষ্য করলেন না। তারপর তিনি সালাত শেষ করে সালামের পরে দুই সিজ্দা (সাহো) করেন।
সালিহ ইব্ন আব্দুর রহমান (রাহঃ) .....আবু বিশ্র থেকে অনুরূপ বর্ণনা করেছেন ।
সালিহ ইব্ন আব্দুর রহমান (রাহঃ) .....আবু বিশ্র থেকে অনুরূপ বর্ণনা করেছেন ।
2568 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهِكٍ، قَالَ: " صَلَّى [ص:442] بِنَا ابْنُ الزُّبَيْرِ رَضِيَ اللهُ عَنْهُمَا فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنَ الظُّهْرِ , فَسَبَّحْنَا بِهِ , فَقَالَ: سُبْحَانَ اللهِ وَلَمْ يَلْتَفِتْ إِلَيْهِمْ , فَقَضَى مَا عَلَيْهِ , ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَمَا سَلَّمَ "
2569 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا هُشَيْمٌ، قَالَ: أنا أَبُو بِشْرٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
2569 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا هُشَيْمٌ، قَالَ: أنا أَبُو بِشْرٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
