শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৫৬৭
সালাতে সিজ্‌দা সাহো সালামের পূর্বে না পরে ?
২৫৬৭। ফাহাদ (রাহঃ) ..... আতা ইব্‌ন আবী রিবাহ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইব্‌ন যুবায়রের পিছনে সালাত আদায় করেছি, তিনি দুই রাক’আতে সালাম ফিরালেন। এতে লোকেরা (তাঁকে সতর্ক করার জন্য) সুব্‌হানাল্লাহ পাঠ করল । তখন তিনি দাঁড়িয়ে গেলেন এবং সালাত শেষ করলেন । তারপর সালামের পরে দুই সিজ্‌দা (সাহো) করলেন। আতা (রাহঃ) বলেন, আমি ইব্‌ন আব্বাস (রাযিঃ)-এর নিকট গিয়ে উল্লেখ করলাম যে, ইব্‌ন যুবায়র (এটি) কী করেছেন ? তিনি বললেন, তিনি অত্যন্ত উত্তম ও সঠিক (কাজ) করেছেন।
2567 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عُبَيْدِ اللهِ، عَنْ زَيْدٍ، عَنْ جَابِرٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: صَلَّيْتُ خَلْفَ ابْنِ الزُّبَيْرِ , فَسَلَّمَ فِي الرَّكْعَتَيْنِ , فَسَبَّحَ الْقَوْمُ , فَقَامَ فَأَتَمَّ الصَّلَاةَ , فَلَمَّا سَلَّمَ سَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ السَّلَامِ. قَالَ عَطَاءٌ: فَانْطَلَقْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , فَذَكَرْتُ لَهُ مَا فَعَلَ ابْنُ الزُّبَيْرِ رَضِيَ اللهُ عَنْهُمَا , فَقَالَ: «أَحْسَنَ وَأَصَابَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৫৬৭ | মুসলিম বাংলা