শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৫৬৬
সালাতে সিজ্দা সাহো সালামের পূর্বে না পরে ?
২৫৬৬। রাওহ ইব্নুল ফারাজ (রাহঃ) ..... আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমরা সালামের পরে সিজ্দা সাহো করেছি।
2566 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ عُفَيْرٍ , فَقَالَ: ثنا يَحْيَى بْنُ أَبِي أَيُّوبَ , عَنْ قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , حَدَّثَهُ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ , حَدَّثَهُ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , قَالَ: «سَجْدَتَا السَّهْوِ بَعْدَ السَّلَامِ»
