শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৫৬৫
নামাযের অধ্যায়
সালাতে সিজ্দা সাহো সালামের পূর্বে না পরে ?
২৫৬৫। আবু বাক্রা (রাহঃ) ..... আব্দুল্লাহ (রাযিঃ) (ইব্ন মাসউদ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ সাহো (ভুল) বলা হয়, বসার স্থলে দাঁড়িয়ে যাওয়া কিংবা দাঁড়ানোর স্থলে বসা কিংবা (চার রাক’আত সালাতে) দুই রাক’আতে সালাম ফিরিয়ে দেয়া। এরূপ যার হয়, সে যেন সালামের পরে দুই সিজ্দা সাহো করে, তারপর তাশাহ্হুদ পড়ে সালাম ফিরাবে।
كتاب الصلاة
2565 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا مُؤَمَّلٌ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ حُصَيْنٍ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللهِ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «السَّهْوُ أَنْ يَقُومَ فِي قُعُودٍ , أَوْ يَقْعُدَ فِي قِيَامٍ , أَوْ يُسَلِّمَ فِي الرَّكْعَتَيْنِ , فَإِنَّهُ يُسَلِّمُ , ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيِ السَّهْوِ , وَيَتَشَهَّدُ , وَيُسَلِّمُ»