শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৫৬৪
সালাতে সিজ্দা সাহো সালামের পূর্বে না পরে ?
২৫৬৪। সুলায়মান (রাহঃ) ..... কায়স ইব্ন আবী হাযিম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমাদেরকে নিয়ে সা’দ ইব্ন মালিক (রাযিঃ) সালাত আদায় করলেন। তিনি দ্বিতীয় রাক’আতে (না বসে) দাঁড়িয়ে গেলেন । লোকেরা (তাঁকে সতর্ক করার জন্য) সুব্হানাল্লাহ পাঠ করল । তখন তিনিও সুব্হানাল্লাহ পাঠ করে সালাত চালিয়ে গেলেন। পরে সালামের পরে দুই সিজ্দা সাহো করলেন ।
অনুরূপভাবে আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাযিঃ), ইব্ন আব্বাস (রাযিঃ), ইব্ন যুবায়র (রাযিঃ) ও আনাস ইব্ন মালিক থেকে বর্ণিত আছে যে, তাঁরা সালামের পরে সিজ্দা সাহো করেছেন।
অনুরূপভাবে আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাযিঃ), ইব্ন আব্বাস (রাযিঃ), ইব্ন যুবায়র (রাযিঃ) ও আনাস ইব্ন মালিক থেকে বর্ণিত আছে যে, তাঁরা সালামের পরে সিজ্দা সাহো করেছেন।
2564 - حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ بَيَانِ أَبِي بِشْرٍ الْأَحْمَسِيِّ، قَالَ: سَمِعْتُ قَيْسَ بْنَ أَبِي حَازِمٍ، قَالَ: " صَلَّى بِنَا سَعْدُ بْنُ مَالِكٍ , فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ , فَقَالُوا: سُبْحَانَ اللهِ فَقَالَ: سُبْحَانَ اللهِ فَمَضَى , فَلَمَّا سَلَّمَ , سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ " وَقَدْ رُوِيَ أَيْضًا عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ , وَابْنِ عَبَّاسٍ , وَابْنِ الزُّبَيْرِ , وَأَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُمْ أَنَّهُمْ سَجَدُوا لِلسَّهْوِ بَعْدَ السَّلَامِ
