শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৫৬৩
সালাতে সিজ্দা সাহো সালামের পূর্বে না পরে ?
২৫৬৩। সুলায়মান ইব্ন শু’আয়ব (রাহঃ) ..... আব্দুর রহমান ইব্ন হান্যালা ইব্ন আল-রাহিব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, একবার উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) মাগরিবের সালাত আদায় করেন। এতে তিনি প্রথম রাক’আতে কিছুই পড়েননি । দ্বিতীয় রাক’আতে সূরা ফাতিহা এবং অন্য সূরা দুইবার পড়লেন এবং সালামের পরে দুই সিজ্দা সাহো করলেন।
অতএব রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সিজ্দা (সাহো) যা তিনি সালাতে অতিরিক্ত কিছু করার কারণে করেছেন, উমর (রাযিঃ) যা শিখে নিয়েছিলেন এবং তাতে তাঁর (উমর রা) সিজ্দা উভয়টি ছিলো সালামের পরে। এতে প্রমাণিত হয় যে, এটি তাঁর নিকট দলীলরূপে বিবেচিত ছিল যে, সালাতের প্রত্যেক সিজ্দা সাহোর বিধান অনুরূপ। সা’দ ইব্ন আবী ওয়াক্কাস (রাযিঃ) ও অনুরূপ করেছেন ।
অতএব রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সিজ্দা (সাহো) যা তিনি সালাতে অতিরিক্ত কিছু করার কারণে করেছেন, উমর (রাযিঃ) যা শিখে নিয়েছিলেন এবং তাতে তাঁর (উমর রা) সিজ্দা উভয়টি ছিলো সালামের পরে। এতে প্রমাণিত হয় যে, এটি তাঁর নিকট দলীলরূপে বিবেচিত ছিল যে, সালাতের প্রত্যেক সিজ্দা সাহোর বিধান অনুরূপ। সা’দ ইব্ন আবী ওয়াক্কাস (রাযিঃ) ও অনুরূপ করেছেন ।
2563 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ الْيَمَامِيُّ، عَنْ ضَمْضَمِ بْنِ جَوْسٍ الْحَنَفِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَنْظَلَةَ بْنِ الرَّاهِبِ: «أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، رَضِيَ اللهُ عَنْهُ صَلَّى صَلَاةَ الْمَغْرِبِ , فَلَمْ يَقْرَأْ فِي الرَّكْعَةِ الْأُولَى شَيْئًا. فَلَمَّا كَانَتِ الثَّانِيَةُ قَرَأَ فِيهَا بِفَاتِحَةِ الْقُرْآنِ , وَسُورَةٍ مَرَّتَيْنِ , فَلَمَّا سَلَّمَ , سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ» فَصَارَ سُجُودُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي قَدْ عَمِلَهُ , لِلزِّيَادَةِ الَّتِي كَانَ زَادَهَا فِي صَلَاتِهِ , وَسُجُودِهِ لَهَا بَعْدَ السَّلَامِ دَلِيلًا عِنْدَهُ , عَلَى أَنَّ حُكْمَ كُلِّ سُجُودِ سَهْوٍ فِي الصَّلَاةِ مِثْلُهُ. وَقَدْ فَعَلَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللهُ عَنْهُ أَيْضًا مِثْلَ ذَلِكَ
