শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৫৬১
সালাতে সিজ্‌দা সাহো সালামের পূর্বে না পরে ?
২৫৬১। হুসাইন ইব্‌ন নাস্‌র (রাহঃ) ..... কায়স ইব্‌ন আবী হাযিম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ মুগীরা ইব্‌ন শু’বা (রাযিঃ) একদিন আমাদের নিয়ে সালাত আদায় করলেন, দুই রাক’আতে তিনি (না বসে) দাঁড়িয়ে গেলেন। তাঁর পিছনের লোকেরা (তাঁকে সতর্ক করার জন্য) ‘সুব্‌হানাল্লাহ’ পাঠ করল। তিনি তাঁদেরকে দাঁড়াতে ইশারা করলেন। সালাত শেষে তিনি সালাম ফিরিয়ে দুই সিজ্‌দা সাহো করলেন, তারপর বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন (সালাতে) পূর্ণভাবে দাঁড়িয়ে যায় সে যেন সালাত চালিয়ে যায় এবং দুই সিজ্‌দা সাহো করে নেয়। আর যদি পূর্ণভাবে দাঁড়িয়ে না গিয়ে থাকে, তাহলে সে যেন বসে পড়ে এবং তার উপরে সাহো (জরুরী) হবে না।
2561 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، قَالَ: ثنا قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُبَيْلٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، قَالَ: صَلَّى بِنَا الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ , فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ , فَسَبَّحَ النَّاسُ خَلْفَهُ , فَأَشَارَ إِلَيْهِمْ أَنْ قُومُوا. فَلَمَّا قَضَى صَلَاتَهُ سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ , ثُمَّ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَتَمَّ أَحَدُكُمْ قَائِمًا فَلْيُصَلِّ وَلْيَسْجُدْ سَجْدَتَيِ السَّهْوِ , وَإِنْ لَمْ يَسْتَتِمَّ قَائِمًا فَلْيَجْلِسْ , وَلَا سَهْوَ عَلَيْهِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান