শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৫৫৯
আন্তর্জাতিক নং: ২৫৬০
সালাতে সিজ্দা সাহো সালামের পূর্বে না পরে ?
২৫৫৯-২৫৬০। আবু বাক্রা (রাহঃ) ..... আমের (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মুগীরা ইব্ন শু’বা (রাযিঃ) প্রথম দুই রাক’আতে ভুল করলেন (অর্থাৎ এতে না বসে দাঁড়িয়ে গেলেন) এতে (তাঁকে সতর্ক করার নিমিত্ত) ) ‘সুবহানাল্লাহ’ পাঠ করা হল। তিনি যথারীতি সোজা দাঁড়িয়ে থাকলেন এবং চার রাক’আত সালাত আদায় করে ফেললেন। তারপর দুই সিজ্দা সাহো করলেন। আর বললেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) এরূপই করেছিলেন।
মুবাশ্শির (রাহঃ).....মুগীরা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
মুবাশ্শির (রাহঃ).....মুগীরা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
2559 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا بَكْرُ بْنُ بَكَّارٍ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَالِكٍ الرُّؤَاسِيُّ، مِنْ أَنْفَسِهِمْ , قَالَ: سَمِعْتُ عَامِرًا، يُحَدِّثُ: أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، سَهَا فِي السَّجْدَتَيْنِ الْأُولَيَيْنِ فَسَبَّحَ بِهِ , فَاسْتَتَمَّ قَائِمًا حَتَّى صَلَّى أَرْبَعًا , ثُمَّ سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ وَقَالَ: «هَكَذَا فَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
2560 - حَدَّثَنَا مُبَشِّرٌ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ جَابِرٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنِ الْمُغِيرَةِ، مِثْلَهُ
2560 - حَدَّثَنَا مُبَشِّرٌ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ جَابِرٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنِ الْمُغِيرَةِ، مِثْلَهُ
