শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৫৫৬
আন্তর্জাতিক নং: ২৫৫৮
সালাতে সিজ্দা সাহো সালামের পূর্বে না পরে ?
২৫৫৬-২৫৫৮। হুসাইন ইব্ন নাস্র (রাহঃ) ..... মুগীরা ইব্ন শু’বা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের ইমামতি করলেন। কিন্তু দুই রাক’আতের পর তিনি ভুলে দাঁড়িয়ে পড়লেন। এতে আমরা তাঁকে সতর্ক করতে ‘সুবহানাল্লাহ’ পাঠ করলাম। কিন্তু তিনি সালাত অব্যাহত রাখলেন। সালাত শেষে তিনি সালাম ফিরালেন এবং দুই সিজ্দা সাহো করলেন।
আলী ইব্ন শায়বা (রাহঃ).....ইয়াযীদ (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
আবু বাক্রা (রাহঃ).....মুগীরা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
আলী ইব্ন শায়বা (রাহঃ).....ইয়াযীদ (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
আবু বাক্রা (রাহঃ).....মুগীরা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
2556 - بِمَا حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ , قَالَ: سَمِعْتُ يَزِيدَ بْنَ هَارُونَ , قَالَ: أَخْبَرَنَا الْمَسْعُودِيُّ , عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ , عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ , قَالَ: «صَلَّى بِنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَهَا , فَنَهَضَ فِي الرَّكْعَتَيْنِ , فَسَبَّحْنَا بِهِ , فَمَضَى , فَلَمَّا أَتَمَّ الصَّلَاةَ وَسَلَّمَ سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ»
2557 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا يَزِيدُ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
2558 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا الْمَسْعُودِيُّ، قَالَ: ثنا زِيَادُ بْنُ عِلَاقَةَ، قَالَ: أنا الْمُغِيرَةُ، فَذَكَرَ نَحْوَهُ
2557 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا يَزِيدُ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
2558 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا الْمَسْعُودِيُّ، قَالَ: ثنا زِيَادُ بْنُ عِلَاقَةَ، قَالَ: أنا الْمُغِيرَةُ، فَذَكَرَ نَحْوَهُ
