শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪৯৭
আন্তর্জাতিক নং: ২৪৯৮
নামাযের অধ্যায়
সফরে যানবাহনের উপর বিতর পড়া যাবে কি-না ?
২৪৯৭-২৪৯৮। ইউনুস (রাহঃ) ..... খারিজা ইব্‌ন হুযাফা আদবী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছিঃ “আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি সালাত বাড়িয়ে দিয়েছেন। লাল বর্ণের বহু উট থেকেও তা তোমাদের জন্য অধিকতর কল্যাণকর। ইশার সালাত ও সুবহি সাদিক উভয়ের মধ্যবর্তী সময়ে। এই সালাতটি হল বিত্‌র, বিত্‌র”।

ইব্‌ন মারযূক (রাহঃ) ..... ইয়াযীদ ইব্‌ন আবী হাবীব (রাহঃ) থেকে বর্ণনা করেন, তিনি অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الصلاة
2497 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، وَاللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي رَاشِدٍ، عَنْ خَارِجَةَ بْنِ حُذَافَةَ الْعَدَوِيِّ، أَنَّهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللهَ قَدْ أَمَدَّكُمْ بِصَلَاةٍ , هِيَ خَيْرٌ لَكُمْ مِنْ حُمْرِ النَّعَمِ , مَا بَيْنَ صَلَاةِ الْعِشَاءِ إِلَى طُلُوعِ الْفَجْرِ الْوِتْرَ الْوِتْرَ»

2498 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৪৯৭ | মুসলিম বাংলা