শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪৯৫
আন্তর্জাতিক নং: ২৪৯৬
নামাযের অধ্যায়
সফরে যানবাহনের উপর বিতর পড়া যাবে কি-না ?
২৪৯৫-২৪৯৬। আহমদ ইব্‌ন আব্দুর রহমান (রাহঃ).....আলী ইব্‌ন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) রাতের (তাহাজ্জুদ) সালাত আদায় করতেন, আর আয়েশা (রাযিঃ) তাঁর সম্মুখে প্রস্থ হয়ে শুয়ে থাকতেন। যখন তিনি বিত্‌র আদায় করার ইচ্ছা পোষণ করতেন, তখন তাঁকে সরে যাওয়ার জন্য ইঙ্গিত করতেন এবং বলতেন “এটি এরূপ সালাত, যা তোমাদেরকে অতিরিক্ত প্রদান করা হয়েছে”

আব্দুর রহমান ইবনুল জারুদ (রাহঃ) ..... মুসা ইব্‌ন আইয়্যুব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি নিজ সনদে অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الصلاة
2495 - مَا حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنُ وَهْبٍ , قَالَ: حَدَّثَنِي عَمِّي عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ , قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ أَيُّوبَ الْغَافِقِيُّ , عَنْ عَمِّهِ إِيَاسِ بْنِ عَامِرٍ , عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ , وَعَائِشَةُ مُعْتَرِضَةٌ بَيْنَ يَدَيْهِ , فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ أَوْمَى إِلَيْهَا أَنْ تَنَحَّيْ , وَقَالَ: «هَذِهِ صَلَاةٌ زِدْتُمُوهَا»

2496 - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْجَارُودِ، قَالَ: ثنا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، قَالَ: ثنا مُوسَى بْنُ أَيُّوبَ، فَذَكَرَ بِإِسْنَادٍ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৪৯৫ | মুসলিম বাংলা