শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪৯০
নামাযের অধ্যায়
সফরে যানবাহনের উপর বিতর পড়া যাবে কি-না ?
২৪৯০। ইয়াযীদ ইব্‌ন সিনান (রাহঃ) ).....ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি নিজ বাহনের উপরে (নফল) সালাত আদায় করতেন এবং বিত্র আদায় করতেন ভূমিতে অবতরণ পূর্বক। আর তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) অনুরূপ করতেন।
বস্তুত এটি প্রথমোক্ত আলিমদের উক্তির পক্ষে পেশ করা দলীলের পরিপন্থী, যা আমরা ইব্‌ন উমর (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করে এসেছি। পক্ষান্তরে ইব্‌ন উমর (রাযিঃ) থেকে তাঁর আমল সম্পর্কে এর বিপরীতও বর্ণিত আছে যা পরবর্তী মত পোষণকারীদের অনুকূলে।
كتاب الصلاة
2490 - بِمَا حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا أَبُو عَاصِمٍ , قَالَ: ثنا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا «أَنَّهُ كَانَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ وَيُوتِرُ بِالْأَرْضِ , وَيَزْعُمُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ كَذَلِكَ» فَهَذَا خِلَافُ مَا احْتَجَّ بِهِ أَهْلُ الْمَقَالَةِ الْأُولَى لِقَوْلِهِمْ , فِيمَا قَدْ رَوَيْنَاهُ , عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. ثُمَّ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَيْضًا , مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ , مِنْ فِعْلِهِ , مَا يُوَافِقُ هَذَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৪৯০ | মুসলিম বাংলা