শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৪৮৬
নামাযের অধ্যায়
৬৩. সফরে যানবাহনের উপর বিতর পড়া যাবে কি-না ?
২৪৮৬। ইউনুস (রাহঃ).....আব্দুল্লাহ ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: যানবাহনের গতি যেদিকে হত, সেদিকে হয়েই রাসূলুল্লাহ্ (ﷺ) বাহনের উপরে সালাত আদায় করেছেন এবং তার উপরে বিতরও আদায় করতেন; কিন্তু তার উপরে তিনি ফরয সালাত আদায় করতেন না।
كتاب الصلاة
بَابُ الْوِتْرِ هَلْ يُصَلَّى فِي السَّفَرِ عَلَى الرَّاحِلَةِ أَمْ لَا؟
2486 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي يُونُسُ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ عَنْ أَبِيهِ , قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى الرَّاحِلَةِ قِبَلَ أَيِّ وَجْهٍ تَوَجَّهَ , وَيُوتِرُ عَلَيْهَا , غَيْرَ أَنَّهُ لَا يُصَلِّي عَلَيْهَا الْمَكْتُوبَةَ»