শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪৮১
আন্তর্জাতিক নং: ২৪৮২
নামাযের অধ্যায়
মুসাফিরের সালাত
২৪৮১-২৪৮২। আবু বাক্‌রা (রাহঃ) ..... আবু কাতাদা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, উসমান ইব্‌ন আফ্‌ফান (রাযিঃ) বলেছেনঃ সে-ই ব্যক্তি কসরের সালাত আদায় করবে, যে ব্যক্তি সফরের পাথেয় ও পানির মশ্ক বহন করে এবং যে ব্যক্তি কোন মন্‌যিলে অবতরণ করে সফরের সামান নিয়ে রওয়ানা হয় ।

আবু বাকরা (রাহঃ) ..... আইয়াশ ইব্‌ন-আব্দুল্লাহ্ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, উসমান ইব্‌ন আফ্ফান (রাযিঃ) নিজ গভর্ণরদের নিকট ফরমান জারী করে লিখেনঃ খারাজ (ভূমিকর) উসূলকারী, লোকালয় থেকে দূরবর্তী চারণভূমিতে যাতায়াতকারী ও ব্যবসায়ী দু’রাক’আত কসরের সালাত আদায় করবে না, বরং কসরের দু’রাক’আত সালাত আদায় করবে সেই ব্যক্তি, যার সাথে সফরের পাথেয় এবং পানির মশ্ক রয়েছে।
كتاب الصلاة
2481 - بِمَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو عُمَرَ , قَالَ: قَالَ حَمَّادٌ , وَأَخْبَرَنَا قَتَادَةُ , قَالَ: قَالَ عُثْمَانُ بْنُ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ: «إِنَّمَا يَقْصُرُ الصَّلَاةَ مَنْ حَمَلَ الزَّادَ وَالْمَزَادَ , وَحَلَّ وَارْتَحَلَ»

2482 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةُ، عَنْ عَيَّاشِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ، رَضِيَ اللهُ عَنْهُ كَتَبَ إِلَى عُمَّالِهِ: «أَنْ لَا يُصَلِّيَنَّ الرَّكْعَتَيْنِ جَابٍ وَلَا نَاءٍ , وَلَا تَاجِرٌ , إِنَّمَا يُصَلِّي الرَّكْعَتَيْنِ مَنْ كَانَ مَعَهُ الزَّادُ وَالْمَزَادُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান