শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৪৭৪
মুসাফিরের সালাত
২৪৭৪। ইব্ন আবী দাউদ (রাহঃ) ..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ প্রাথমিকভাবে সালাত দু’রাক’আত ফরয হয়েছে, তারপর চার রাক’আতে পূর্ণতা লাভ করেছে এবং মুসাফিরের জন্য তা (চার রাক’আত) বহাল রাখা হয়েছে। সালিহ (রাহঃ) বলেন, আমি এটি উমর ইব্ন আব্দুল আযীয (রাহঃ)-কে বর্ণনা করেছি। উরওয়া (রাহঃ) বলেছেনঃ আয়েশা (রাযিঃ) সূত্রে আমাকে হাদীস বর্ণনা করা হয়েছে যে, তিনি সফরে চার রাক’আত আদায় করতেন।
2474 - وَمَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنُ نُمَيْرٍ , قَالَ: ثنا يُونُسُ بْنُ بُكَيْرٍ , قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ , قَالَ: حَدَّثَنِي صَالِحُ بْنُ كَيْسَانَ , عَنْ عُرْوَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ: «أَوَّلُ مَا فُرِضَتِ الصَّلَاةُ رَكْعَتَيْنِ , ثُمَّ أُكْمِلَتْ أَرْبَعًا , وَأُثْبِتَتْ لِلْمُسَافِرِ» قَالَ صَالِحٌ: فَحَدَّثْتُ بِذَلِكَ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ , فَقَالَ عُرْوَةُ: حَدَّثَنِي , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّهَا كَانَتْ تُصَلِّي فِي السَّفَرِ أَرْبَعًا
