শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪৭৫
মুসাফিরের সালাত
২৪৭৫। আবু বাক্‌রা (রাহঃ).....ইবরাহীম তায়মী (রাহঃ)-এর পিতা ইয়াযীদ ইব্‌ন শুরাইক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি রামাদান মাসে কুফা থেকে মাদায়িন অথবা মাদায়িন থেকে কুফা যাওয়ার জন্য হুযায়ফা (রাযিঃ)-এর নিকট অনুমতি প্রার্থনা করলাম। তিনি বললেন, আমি তোমাকে সিয়াম পালনের এবং (সালাত) কসর না করে পূর্ণ পড়ার শর্তসাপেক্ষ অনুমতি দিচ্ছি। রাবী বলেন, আমি বললাম, কসর না করা ও ইফতার (সিয়াম ভঙ্গ) না করার ব্যাপারে আপনার শর্ত পালনের দায়িত্ব আমি আমার উপর নিচ্ছি।
2475 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: اسْتَأْذَنْتُ حُذَيْفَةَ مِنَ الْكُوفَةِ إِلَى الْمَدَائِنِ , أَوْ مِنَ الْمَدَائِنِ إِلَى الْكُوفَةِ فِي رَمَضَانَ , فَقَالَ: " آذَنُ لَكَ عَلَى أَنْ لَا تُفْطِرَ وَلَا تَقْصُرَ , قَالَ: قُلْتُ وَأَنَا أَكْفُلُ لَكَ أَنْ لَا أَقْصُرَ وَلَا أُفْطِرَ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান