শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪৬৪
মুসাফিরের সালাত
২৪৬৪। রবীউল মুআয্‌যিন (রাহঃ).....উসামা ইব্‌ন যায়দ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি সফরে নফল সালাত আদায় সম্পর্কে তাউস (রাহঃ)-কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন, (এর থেকে) কিসে তোমাকে বিরত রাখছে। হাসান ইব্‌ন মুসলিম (রাহঃ) বলেন, আমি তোমাকে বর্ণনা করছি, আমি এ বিষয়ে তাউস (রাহঃ)-কে জিজ্ঞাসা করেছি, তিনি বলেন, ইব্‌ন আব্বাস (রাযিঃ) বলেছেনঃ আল্লাহ্ তাআলা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর মুকীম অবস্থায় চার রাক’আত এবং সফরে দু’রাক’আত সালাত ফরয করেছেন। যেমনিভাবে এখানে (মুকীম অবস্থায়) ফরয সালাতের পূর্বাপর নফল সালাত আদায় করা হয়, অনুরূপভাবে সফরেও ফরয সালাতের পূর্বপর (নফল সালাত) আদায় করা হয় ।
2464 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: ثنا أُسَامَةُ بْنُ زَيْدٍ، قَالَ: سَأَلْتُ طَاوُسًا عَنِ التَّطَوُّعِ، فِي السَّفَرِ. فَقَالَ: وَمَا يَمْنَعُكَ؟ فَقَالَ الْحَسَنُ بْنُ مُسْلِمٍ: أَنَا أُحَدِّثُكَ , أَنَا سَأَلْتُ طَاوُسًا عَنْ هَذَا فَقَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: «قَدْ فُرِضَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةُ فِي الْحَضَرِ أَرْبَعًا , وَفِي السَّفَرِ رَكْعَتَيْنِ , فَكَمَا يُتَطَوَّعُ هَاهُنَا قَبْلَهَا وَمِنْ بَعْدِهَا , فَكَذَلِكَ يُصَلَّى فِي السَّفَرِ قَبْلَهَا وَبَعْدَهَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৪৬৪ | মুসলিম বাংলা