শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪৬২
আন্তর্জাতিক নং: ২৪৬৩
মুসাফিরের সালাত
২৪৬২-২৪৬৩। আবু বাকরা (রাহঃ).....সফওয়ান ইব্‌ন মুহ্‌রিয (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি উমর (রাযিঃ)-কে সফরের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। তিনি বলেছেনঃ আমার আশংকা হয় যে, আমার উপর মিথ্যা আরোপিত হয়ে যায় না কি, সফরের সালাত দু’রাক’আত। যে ব্যক্তি সুন্নতের বিরোধিতা করল সে কুফরী করল।

আবু বাক্‌রা (রাহঃ).....মুআররিক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ সফওয়ান ইব্‌ন মুহরিয (রাহঃ) উমর (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছেন। পরে তিনি অনুরূপ উল্লেখ করেছেন,
2462 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا رَوْحٌ، قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ: ثنا قَتَادَةُ، عَنْ صَفْوَانِ بْنِ مُحْرِزٍ: أَنَّهُ سَأَلَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ الصَّلَاةِ فِي السَّفَرِ , فَقَالَ: «أَخْشَى أَنْ تَكْذِبَ عَلَيَّ رَكْعَتَانِ مَنْ خَالَفَ السُّنَّةَ كَفَرَ»

2463 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا رَوْحٌ، قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ: ثنا أَبُو التَّيَّاحِ، عَنْ مُؤَرَّقٍ، قَالَ: سَأَلَ صَفْوَانُ بْنُ مُحْرِزٍ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ , فَذَكَرَ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৪৬২ | মুসলিম বাংলা