শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪২৮
মুসাফিরের সালাত
২৪২৮। আবু বাকরা (রাহঃ).....আনাস ইব্‌ন-সীরীন (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আনাস ইব্‌ন মালিক (রাযিঃ)-এর সাথে ‘শাক্কে সিরীন’-নামক স্থানের সফরে বের হয়েছি। তিনি নৌকাতে বিছানার উপর আমাদের ইমামতি করেছেন। তিনি যুহ্‌রের সালাত দু’রাক’আত আদায় করেছেন, এরপরে (সুন্নত) দু’রাক’আত আদায় করেছেন।
2428 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا رَوْحٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ: «خَرَجْنَا مَعَ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ إِلَى شِقِّ سِيرِينَ , فَأَمَّنَا فِي السَّفِينَةِ عَلَى بِسَاطٍ , فَصَلَّى الظُّهْرَ رَكْعَتَيْنِ , ثُمَّ صَلَّى بَعْدَهَا رَكْعَتَيْنِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৪২৮ | মুসলিম বাংলা