শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪২৭
মুসাফিরের সালাত
২৪২৭। আবু বাক্‌রা (রাহঃ).....ইব্‌ন আবী মুলায়কা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি মক্কা থেকে মদীনা যেতে ইব্‌ন আব্বাস (রাযিঃ)-এর সফর সাথী হয়েছি, তিনি ফরয সালাত দু’রাক’আত আদায় করতেন।
2427 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا رَوْحٌ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْخَزَّازُ، قَالَ: ثنا ابْنُ أَبِي مُلَيْكَةَ، قَالَ: «صَحِبْتُ ابْنَ عَبَّاسٍ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ , فَكَانَ يُصَلِّي الْفَرِيضَةَ رَكْعَتَيْنِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৪২৭ | মুসলিম বাংলা