শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৪২৬
মুসাফিরের সালাত
২৪২৬। ইউনুস (রাহঃ) আবু নাজীহ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি সালিম (রাহঃ)-এর নিকট (কসর বিষয়ে) জিজ্ঞাসা করতে এলাম, তখন তিনি মসজিদের দরজার কাছে অবস্থান করছিলেন। আমি বললাম, আপনার পিতা (আব্দুল্লাহ্) এ বিষয়ে কিরূপ করতেন ? তিনি বললেন, যখন যুহ্র শুরু হতো এবং তিনি বলেন, আমরা (ইকামতের নিয়্যতে) অবস্থান করতাম, তিনি (আব্দুল্লাহ্ রা) তখন সালাত পূর্ণ করতেন। আর যখন তিনি বলতেন, আজকে ফিরে যাচ্ছি, আগামীকাল ফিরে যাচ্ছি, তখন তিনি কসর করতেন, যদিও (এভাবে) বিশ রাত অবস্থান করতেন।
2426 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، قَالَ: أَتَيْتُ سَالِمًا أَسْأَلُهُ , وَهُوَ عِنْدَ بَابِ الْمَسْجِدِ , فَقُلْتُ: كَيْفَ كَانَ أَبُوكَ يَصْنَعُ؟ قَالَ: " كَانَ إِذَا صَدَرَ الظُّهْرُ , وَقَالَ: نَحْنُ مَاكِثُونَ أَتَمَّ الصَّلَاةَ , وَإِذَا قَالَ الْيَوْمَ وَغَدًا , أَخَّرَ , وَإِنْ مَكَثَ عِشْرِينَ لَيْلَةً "
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, সফরে কতদিন থাকা হবে সে বিষয়ে কোন স্থির সিদ্ধানত্ম না নিতে পারলে এ অবস্থায় যতদিনই অতিবাহিত হোক কসর করে যেতে হবে। (শামী: ২/১২৬) মনে রাখতে হবে, স্থির সিদ্ধানেত্মর মূল হলো মানুষের অনত্মর। সুতরাং অনত্মরে যদি কোন সিদ্ধান্ত স্থির হয়ে থাকে তাহলে তা মুখে প্রকাশ করা হোক আর না হোক মনের সিদ্ধান্ত অনুযায়ী নামায কসর বা পুরা করতে হবে।
ফায়দা : এ ব্যাপারে রসূল স. থেকে কোন স্থির সিদ্ধানত্ম খুঁজে পাওয়া যায় না। যে কারণে সাহাবা এবং তাবিঈদের ব্যাপক মতামতের ভিত্তিতে আমরা এ আমল গ্রহণ করেছি। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/১২৫)
ফায়দা : এ ব্যাপারে রসূল স. থেকে কোন স্থির সিদ্ধানত্ম খুঁজে পাওয়া যায় না। যে কারণে সাহাবা এবং তাবিঈদের ব্যাপক মতামতের ভিত্তিতে আমরা এ আমল গ্রহণ করেছি। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/১২৫)
