শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৪২৫
নামাযের অধ্যায়
মুসাফিরের সালাত
২৪২৫। ইউনুস (রাহঃ).....সালিমের পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি সফরে (কসর) সালাত আদায় করতে থাকতাম যতক্ষণ পর্যন্ত ইকামতের (অবস্থান) দৃঢ় নিয়্যত না করতাম। যদিও আমি বার রাত অবস্থান করেছি।
كتاب الصلاة
2425 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: «أُصَلِّي صَلَاةَ سَفَرٍ مَا لَمْ أَجْمَعْ إِقَامَةٍ , وَإِنْ مَكَثْتُ ثِنْتَيْ عَشْرَةَ لَيْلَةً»