শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৪২৪
মুসাফিরের সালাত
২৪২৪। ইউনুস (রাহঃ).....নাফি’ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, ইব্ন উমর (রাযিঃ) মিনাতে ইমামের পিছনে চার রাক’আত আদায় করতেন; আর যখন নিজে নিজে পড়তেন তখন দু’রাক’আত আদায় করতেন।
2424 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ , عَنْ نَافِعٍ: «أَنَّ ابْنَ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا كَانَ يُصَلِّي وَرَاءَ الْإِمَامِ بِمِنًى أَرْبَعًا، وَإِذَا صَلَّى لِنَفْسِهِ صَلَّى رَكْعَتَيْنِ»
