শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৪২৩
মুসাফিরের সালাত
২৪২৩। ইউনুস (রাহঃ).....সফ্ওয়ান ইব্ন আব্দুল্লাহ্ ইব্ন সফ্ওয়ান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আব্দুল্লাহ্ ইব্ন উমর (রাযিঃ) আব্দুল্লাহ্ ইব্ন সফওয়ান (রাযিঃ)-এর শুশ্রূষার জন্য এলেন। তিনি আমাদেরকে নিয়ে দু’রাক’আত সালাত আদায় করে সালাত শেষ করে দিলেন। পরে আমরা আমাদের চার রাক’আত পূর্ণ করে নিলাম।
2423 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ صَفْوَانِ بْنِ عَبْدِ اللهِ بْنِ صَفْوَانَ، أَنَّهُ قَالَ: «جَاءَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا يَعُودُ عَبْدَ اللهِ بْنَ صَفْوَانَ , فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ , ثُمَّ انْصَرَفَ , فَأَتْمَمْنَا لِأَنْفُسِنَا أَرْبَعًا»
