শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৪২১
আন্তর্জাতিক নং: ২৪২২
মুসাফিরের সালাত
২৪২১-২৪২২। ইব্ন মারযূক (রাহঃ) ..... আবুদর রহমান ইব্ন মিস্ওয়ার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা সিরিয়ার কোন এক গ্রামে সা’দ ইব্ন আবী ওয়াক্কাস (রাযিঃ)-এর সাথে ছিলাম, তিনি দু’রাক’আত করে (কসরের) সালাত আদায় করছিলেন, আর আমরা চার রাক’আত করে। আমরা তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে সা’দ (রাযিঃ) বলেছিলেন, আমরা (এ বিষয়ে তোমাদের অপেক্ষা) অধিক জ্ঞাত।
ইব্ন আবী দাউদ (রাহঃ).....যুহরী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, জনৈক লোক তাঁর নিকট আব্দুর রহমান বিন্ মিসওয়ার ইব্ন মাখরামা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, সা’দ ইস আবী ওয়াক্কাস (রাযিঃ), মিসওয়ার ইব্ন মাখরামা (রাযিঃ) ও আব্দুর রহমান ইব্ন আব্দে ইয়াগুস (রাযিঃ) সকলে এক সফরে ছিলেন। সা’দ (রাযিঃ) সালাত কসর করতেন এবং ইফতার (সিয়াম ভঙ্গ) করতেন, আর তারা দু’জনে সালাত পূর্ণ করতেন এবং সিয়াম পালন করতেন। সা’দ (রাযিঃ) কে জিজ্ঞাসা করা হলো যে, আমরা আপনাকে সালাত কসর করতে এবং সিয়াম ভঙ্গ করতে দেখছি, অথচ তাঁরা দু’জনে (সালাত) পূর্ণ করছেন ? সা’দ (রাযিঃ) বললেন, (এ-বিষয়ে) আমরা অধিক অবহিত।
ইব্ন আবী দাউদ (রাহঃ).....যুহরী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, জনৈক লোক তাঁর নিকট আব্দুর রহমান বিন্ মিসওয়ার ইব্ন মাখরামা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, সা’দ ইস আবী ওয়াক্কাস (রাযিঃ), মিসওয়ার ইব্ন মাখরামা (রাযিঃ) ও আব্দুর রহমান ইব্ন আব্দে ইয়াগুস (রাযিঃ) সকলে এক সফরে ছিলেন। সা’দ (রাযিঃ) সালাত কসর করতেন এবং ইফতার (সিয়াম ভঙ্গ) করতেন, আর তারা দু’জনে সালাত পূর্ণ করতেন এবং সিয়াম পালন করতেন। সা’দ (রাযিঃ) কে জিজ্ঞাসা করা হলো যে, আমরা আপনাকে সালাত কসর করতে এবং সিয়াম ভঙ্গ করতে দেখছি, অথচ তাঁরা দু’জনে (সালাত) পূর্ণ করছেন ? সা’দ (রাযিঃ) বললেন, (এ-বিষয়ে) আমরা অধিক অবহিত।
2421 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمِسْوَرِ، قَالَ: " كُنَّا مَعَ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ فِي قَرْيَةٍ مِنْ قُرَى الشَّامِ , فَكَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ , فَنُصَلِّي نَحْنُ أَرْبَعًا , فَنَسْأَلُهُ عَنْ ذَلِكَ , فَيَقُولُ سَعْدٌ: نَحْنُ أَعْلَمُ "
2422 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنُ أَسْمَاءَ، قَالَ: ثنا جُوَيْرِيَةُ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ رَجُلًا، أَخْبَرَهُ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ: " أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ , وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَبْدِ يَغُوثَ , كَانُوا جَمِيعًا فِي سَفَرٍ , فَكَانَ سَعْدٌ يَقْصُرُ الصَّلَاةَ وَيُفْطِرُ , وَكَانَا يُتِمَّانِ الصَّلَاةَ وَيَصُومَانِ. فَقِيلَ لِسَعْدٍ: نَرَاكَ تَقْصُرُ الصَّلَاةَ وَتُفْطِرُ وَيُتِمَّانِ. فَقَالَ سَعْدٌ: نَحْنُ أَعْلَمُ "
2422 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنُ أَسْمَاءَ، قَالَ: ثنا جُوَيْرِيَةُ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ رَجُلًا، أَخْبَرَهُ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ: " أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، وَالْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ , وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَبْدِ يَغُوثَ , كَانُوا جَمِيعًا فِي سَفَرٍ , فَكَانَ سَعْدٌ يَقْصُرُ الصَّلَاةَ وَيُفْطِرُ , وَكَانَا يُتِمَّانِ الصَّلَاةَ وَيَصُومَانِ. فَقِيلَ لِسَعْدٍ: نَرَاكَ تَقْصُرُ الصَّلَاةَ وَتُفْطِرُ وَيُتِمَّانِ. فَقَالَ سَعْدٌ: نَحْنُ أَعْلَمُ "
