শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪২০
মুসাফিরের সালাত
২৪২০। রাওহ ইব্‌নুল ফারাজ (রাহঃ) ..... আবু লায়লা আল-কিন্দী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একদা সালমান (রাযিঃ) কোন এক যুদ্ধে রাসূলুল্লাহ্ (ﷺ) আলম-এর তেরজন সাহাবীকে নিয়ে বের হলেন এবং সালমান (রাযিঃ) তাঁদের মধ্যে সর্বাপেক্ষা অধিক বয়স্ক ছিলেন। সালাতের সময় হলে ইকামত বলা হলো। লোকেরা বলল, হে আবু আব্দুল্লাহ! আপনি ইমামতির জন্য সম্মুখে অগ্রসর হউন। তিনি বললেন, আমি (ইমামতির জন্য) সম্মুখে অগ্রসর হবো না। তোমরা হলে আরবের অধিবাসী, তোমাদের মধ্য থেকে রাসূলুল্লাহ্ (ﷺ) ! এসেছেন, অতএব ইমামতির জন্য তোমাদের থেকে কেউ অগ্রসর হওয়া সমীচীন। পরে তাদের একজন সম্মুখে অগ্রসর হয়ে চার রাক’আত সালাত আদায় করলেন। সালাত শেষে সালমান (রাযিঃ) বললেন, চার রাক’আত (পূর্ণ সালাত) হলো কেন ? আমাদের জন্য তো চারের অর্ধেক (দু’রাক’আত কসর) যথেষ্ট।
2420 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي لَيْلَى الْكِنْدِيِّ، قَالَ: " خَرَجَ سَلْمَانُ رَضِيَ اللهُ عَنْهُ فِي ثَلَاثَةَ عَشَرَ رَجُلًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزَاةٍ , وَكَانَ سَلْمَانُ رَضِيَ اللهُ عَنْهُ أَسَنَّهُمْ , فَحَضَرَتِ الصَّلَاةُ , فَأُقِيمَتِ الصَّلَاةُ , فَقَالُوا: تَقَدَّمْ يَا أَبَا عَبْدِ اللهِ. فَقَالَ: مَا أَنَا بِالَّذِي أَتَقَدَّمُ , أَنْتُمُ الْعَرَبُ , وَمِنْكُمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلْيَتَقَدَّمْ بَعْضُكُمْ , فَتَقَدَّمَ بَعْضُ الْقَوْمِ , فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ. فَلَمَّا قَضَى الصَّلَاةَ قَالَ سَلْمَانُ: مَا لَنَا وَلِلْمُرَبَّعَةِ , إِنَّمَا يَكْفِينَا نِصْفُ الْمُرَبَّعَةِ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৪২০ | মুসলিম বাংলা