শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৪১৯
মুসাফিরের সালাত
২৪১৯। ইব্ন মারযূক (রাহঃ) ..... আব্দুর রহমান ইব্ন ইয়াযিদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা সিফফীনের উদ্দেশ্যে আলী (রাযিঃ)-এর সাথে বের হলাম, তিনি আমাদেরকে নিয়ে জাসরা (কাঠ ও পাথরনির্মিত সেতু) এবং কান্তারারার (পাথর নির্মিত সেতু) মধ্যবর্তী স্থানে অবস্থানকালে দু’রাক’আত (কসর) আদায় করেছেন।
2419 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ: خَرَجْنَا مَعَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ إِلَى صِفِّينَ , فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ , بَيْنَ الْجِسْرِ وَالْقَنْطَرَةِ "
