শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৪১৫
আন্তর্জাতিক নং: ২৪১৮
মুসাফিরের সালাত
২৪১৫-২৪১৮। আবু বাক্‌রা (রাহঃ) ..... হাম্মাম ইব্‌ন হারিস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, উমর (রাযিঃ) মক্কায় দু’রাক’আত আদায় করেছেন । আদায় করার পর বলেছেনঃ হে মক্কাবাসী, তোমাদের সালাতকে পূর্ণ করে নাও, আমরা মুসাফির কাওম।

আবু বাক্‌রা (রাহঃ) ..... আওয়াদ (রাহঃ) সূত্রে উমর (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

ইউনুস (রাহঃ) ..... উমর (রাযিঃ)-এর আযাদকৃত গোলাম আসলাম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, উমর (রাযিঃ) যখন মক্কায় আগমন করতেন, তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন।

আবু বাক্‌রা (রাহঃ) ..... সালিমের পিতা আব্দুল্লাহ (রাহঃ) সূত্রে উমর (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
2415 - وَمِنْهُ أَيْضًا مَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا رَوْحٌ , قَالَ: ثنا شُعْبَةُ , قَالَ: ثنا سُلَيْمَانُ , عَنْ إِبْرَاهِيمَ , عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ: أَنَّ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ صَلَّى بِمَكَّةَ رَكْعَتَيْنِ , ثُمَّ قَالَ: «يَا أَهْلَ مَكَّةَ أَتِمُّوا صَلَاتَكُمْ فَإِنَّا قَوْمٌ سَفْرٌ»

2416 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ، وَرَوْحٌ , وَوَهْبٌ , قَالُوا: ثنا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُ بِمِثْلِهِ

2417 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ، وَمَالِكٍ , عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَسْلَمَ، مَوْلَى عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ كَانَ إِذَا قَدِمَ مَكَّةَ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ

2418 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا رَوْحٌ، قَالَ: ثنا مَالِكُ بْنُ أَنَسٍ، وَصَالِحُ بْنُ أَبِي الْأَخْضَرِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৪১৫ | মুসলিম বাংলা