শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৪১৩
আন্তর্জাতিক নং: ২৪১৪
মুসাফিরের সালাত
২৪১৩-২৪১৪। ইব্ন মারযূক (রাহঃ) এবং হুসাইন ইব্ন নসর (রাহঃ)….. হারিসা ইব্ন ওয়াহাব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে নিয়ে মিনাতে দু’রাক’আত (কসর) সালাত আদায় করেছেন, তখন আমরা ছিলাম (অন্য সময় অপেক্ষা) সর্বাধিক ও সর্বাপেক্ষা নিরাপদ ।
আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ এ সমস্ত সাহাবা কিরাম রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি নিজ সফরে গৃহে প্রত্যাবর্তন করা পর্যন্ত সালাত সংক্ষিপ্ত (কসর) করতেন। তাঁরপরে তাঁর সাহাবাদের থেকে অবশ্যই বর্ণিত আছে যে, তাঁরা তাঁদের সফরে অনুরূপ (সালাতে কসর) করতেন। সেগুলো থেকে কিছু আমি এ অনুচ্ছেদে আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ) থেকে উল্লেখ করেছি। আর কিছু বর্ণনা নিম্নে প্রদত্ত হলোঃ
আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ এ সমস্ত সাহাবা কিরাম রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি নিজ সফরে গৃহে প্রত্যাবর্তন করা পর্যন্ত সালাত সংক্ষিপ্ত (কসর) করতেন। তাঁরপরে তাঁর সাহাবাদের থেকে অবশ্যই বর্ণিত আছে যে, তাঁরা তাঁদের সফরে অনুরূপ (সালাতে কসর) করতেন। সেগুলো থেকে কিছু আমি এ অনুচ্ছেদে আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ) থেকে উল্লেখ করেছি। আর কিছু বর্ণনা নিম্নে প্রদত্ত হলোঃ
2413 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبٌ ح
2414 - وَحَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ , قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ , قَالَ: «صَلَّى بِنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِ مِنًى رَكْعَتَيْنِ , وَنَحْنُ أَكْثَرُ مَا كُنَّا وَآمَنُهُ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَهَؤُلَاءِ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يُخْبِرُونَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , أَنَّهُ كَانَ فِي سَفَرِهِ يَقْصُرُ الصَّلَاةَ حَتَّى يَرْجِعَ إِلَى أَهْلِهِ , ثُمَّ قَدْ رُوِيَ عَنْ أَصْحَابِهِ مِنْ بَعْدِهِ أَنَّهُمْ كَانُوا فِي أَسْفَارِهِمْ يَفْعَلُونَ ذَلِكَ. فَمِنْ ذَلِكَ مَا قَدْ ذَكَرْنَاهُ فِي هَذَا الْفَصْلِ , عَنْ أَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا
2414 - وَحَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ , قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ , قَالَ: «صَلَّى بِنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِ مِنًى رَكْعَتَيْنِ , وَنَحْنُ أَكْثَرُ مَا كُنَّا وَآمَنُهُ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَهَؤُلَاءِ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يُخْبِرُونَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , أَنَّهُ كَانَ فِي سَفَرِهِ يَقْصُرُ الصَّلَاةَ حَتَّى يَرْجِعَ إِلَى أَهْلِهِ , ثُمَّ قَدْ رُوِيَ عَنْ أَصْحَابِهِ مِنْ بَعْدِهِ أَنَّهُمْ كَانُوا فِي أَسْفَارِهِمْ يَفْعَلُونَ ذَلِكَ. فَمِنْ ذَلِكَ مَا قَدْ ذَكَرْنَاهُ فِي هَذَا الْفَصْلِ , عَنْ أَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا
