শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৩৯২
মুসাফিরের সালাত
২৩৯২। ইয়াযিদ ইব্‌ন সিনান (রাহঃ) ইব্‌ন সাম্‌ত (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি উমর ইব্‌ন খাত্তাব (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে দেখেছি, তিনি যুল হুলায়ফা নামক স্থানে দু’রাক’আত (কসর) পড়েছেন।
2392 - مَا حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , قَالَ: ثنا أَبُو دَاوُدَ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ يَزِيدِ بْنِ خُمَيْرٍ , قَالَ: سَمِعْتُ حَبِيبَ بْنَ عُبَيْدٍ يُحَدِّثُ عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ , عَنِ ابْنِ السِّمْطِ , قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ: «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৩৯২ | মুসলিম বাংলা