শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৩৯৩
আন্তর্জাতিক নং: ২৩৯৪
মুসাফিরের সালাত
২৩৯৩-২৩৯৪। ইব্‌ন মারযূক (রাহঃ)….. আব্দুল্লাহ্ ইব্‌ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমরা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাথে মিনাতে দু’রাক’আত (কসর) পড়েছি এবং আবু বকর (রাযিঃ)-এর সাথে দু’রাক’আত, উমর (রাযিঃ)-এর সাথেও দু’রাক’আত পড়েছি। যদি আমার চার রাক’আতের ছাওয়াব দু’রাক’আত কবূল হওয়ার দ্বারা অর্জন হয়ে যায় তবে তা কতই না ভাল ।

ফাহাদ (রাহঃ)….. আব্দুল্লাহ্ ইব্‌ন মাসউদ (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। - কিন্তু এতে আব্দুল্লাহ্ (রাযিঃ) এর فَلَيْتَ حَظِّي إِلَى آخِرِ الْحَدِيثِ উক্তির উল্লেখ নেই।
2393 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا بِشْرُ بْنُ عُمَرَ، قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي سُلَيْمَانُ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ أَوْ إِبْرَاهِيمَ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: «صَلَّيْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِنًى رَكْعَتَيْنِ , وَمَعَ أَبِي بَكْرٍ رَكْعَتَيْنِ , وَمَعَ عُمَرَ رَكْعَتَيْنِ , فَلَيْتَ حَظِّي مِنْ أَرْبَعِ رَكَعَاتٍ رَكْعَتَانِ مُتَقَبَّلَتَانِ»

2394 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ، قَالَ: أنا حَفْصٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللهِ، رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ قَوْلَ عَبْدِ اللهِ «فَلَيْتَ حَظِّي» إِلَى آخِرِ الْحَدِيثِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৩৯৩ | মুসলিম বাংলা