শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৩৮৯
৬২. মুসাফিরের সালাত
২৩৮৯। ফাহাদ (রাহঃ)….. আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) সফর অবস্থায় কসর করেছেন এবং পূরো সালাত পড়েছেন।
আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম বলেছেনঃ মুসাফিরের জন্য ইখতিয়ার রয়েছে, যদি সে ইচ্ছা করে সালাতকে পূর্ণ করবে আর যদি ইচ্ছা করে সালাতকে কসর করবে। এ বিষয়ে তাঁরা এ হাদীস এবং নিম্নোক্ত হাদীস দ্বারা দলীল পেশ করেনঃ
আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম বলেছেনঃ মুসাফিরের জন্য ইখতিয়ার রয়েছে, যদি সে ইচ্ছা করে সালাতকে পূর্ণ করবে আর যদি ইচ্ছা করে সালাতকে কসর করবে। এ বিষয়ে তাঁরা এ হাদীস এবং নিম্নোক্ত হাদীস দ্বারা দলীল পেশ করেনঃ
بَابُ صَلَاةِ الْمُسَافِرِ
2389 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا الْحَسَنُ بْنُ بِشْرٍ , قَالَ: ثنا الْمُعَافَى بْنُ عِمْرَانَ , عَنْ مُغِيرَةَ بْنِ زِيَادٍ , عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: «قَصَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَرِ , وَأَتَمَّ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الْمُسَافِرَ بِالْخِيَارِ , إِنْ شَاءَ أَتَمَّ صَلَاتَهُ , وَإِنْ شَاءَ قَصَرَهَا. وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ
