শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৩৮০
আন্তর্জাতিক নং: ২৩৮১
সালাতে কিরা’আত নির্দিষ্টকরণ প্রসঙ্গে
২৩৮০-২৩৮১। আবু বাকরা (রাহঃ) ও ইব্ন মারযূক (রাহঃ)….. আবু ওয়াকিদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ দুই ঈদে রাসূলুল্লাহ্ (ﷺ) কোন্ সূরা পড়েছেন এ বিষয়ে উমর (রাযিঃ) আমাকে জিজ্ঞাসা করেছেন। আমি বললাম, সূরা কাফ (৫০) ও সূরা اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ (৫৪) পড়েছেন।
ইউনুস (রাহঃ) ও আবু বাক্রা (রাহঃ) উবায়দুল্লাহ ইব্ন আব্দিল্লাহ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, উমর (রাযিঃ) আবু ওয়াকিদ (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছেন। পরে তিনি অনুরূপ উল্লেখ করেছন।
বস্তুত আবু ওয়াকিদ (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি দুই ঈদে প্রথম হাদীসগুলোতে বর্ণিত সূরার পরিবর্তে অন্য সূরা তিলাওয়াত করেছেন। আর রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি জুমু’আতেও প্রথম হাদীসগুলোতে উল্লেখিত সূরার পরিবর্তে অন্য সূরা তিলাওয়াত করেছেন। এ বিষয়ে তাঁর থেকে বর্ণিত হাদীসঃ
ইউনুস (রাহঃ) ও আবু বাক্রা (রাহঃ) উবায়দুল্লাহ ইব্ন আব্দিল্লাহ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, উমর (রাযিঃ) আবু ওয়াকিদ (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছেন। পরে তিনি অনুরূপ উল্লেখ করেছন।
বস্তুত আবু ওয়াকিদ (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি দুই ঈদে প্রথম হাদীসগুলোতে বর্ণিত সূরার পরিবর্তে অন্য সূরা তিলাওয়াত করেছেন। আর রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত আছে যে, তিনি জুমু’আতেও প্রথম হাদীসগুলোতে উল্লেখিত সূরার পরিবর্তে অন্য সূরা তিলাওয়াত করেছেন। এ বিষয়ে তাঁর থেকে বর্ণিত হাদীসঃ
2380 - أَنَّ أَبَا بَكْرَةَ وَابْنَ مَرْزُوقٍ , قَدْ حَدَّثَانَا قَالَا: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ , قَالَ: ثنا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ , عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ , عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ , عَنْ أَبِي وَاقِدٍ , قَالَ: سَأَلَنِي عُمَرُ بِمَا قَرَأَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعِيدَيْنِ , قُلْتُ: «ق وَاقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ»
2381 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ ح قَالَ: ثنا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو عَاصِمٍ , قَالَ: ثنا مَالِكُ بْنُ أَنَسٍ , عَنْ ضَمْرَةَ , عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ , أَنَّ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ , سَأَلَ أَبَا وَاقِدٍ فَذَكَرَ مِثْلَهُ فَهَذَا أَبُو وَاقِدٍ قَدْ أَخْبَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَرَأَ فِي الْعِيدَيْنِ بِغَيْرِ مَا أَخْبَرَ بِهِ , مَنْ رَوَى الْآثَارَ الْأُوَلَ. وَقَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَرَأَ فِي الْجُمُعَةِ بِغَيْرِ مَا ذُكِرَ عَنْهُ أَيْضًا فِي الْآثَارِ الْأُوَلِ. فَمِمَّا رُوِيَ عَنْهُ فِي ذَلِكَ
2381 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ ح قَالَ: ثنا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو عَاصِمٍ , قَالَ: ثنا مَالِكُ بْنُ أَنَسٍ , عَنْ ضَمْرَةَ , عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ , أَنَّ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ , سَأَلَ أَبَا وَاقِدٍ فَذَكَرَ مِثْلَهُ فَهَذَا أَبُو وَاقِدٍ قَدْ أَخْبَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَرَأَ فِي الْعِيدَيْنِ بِغَيْرِ مَا أَخْبَرَ بِهِ , مَنْ رَوَى الْآثَارَ الْأُوَلَ. وَقَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَرَأَ فِي الْجُمُعَةِ بِغَيْرِ مَا ذُكِرَ عَنْهُ أَيْضًا فِي الْآثَارِ الْأُوَلِ. فَمِمَّا رُوِيَ عَنْهُ فِي ذَلِكَ
