শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৩৮২
আন্তর্জাতিক নং: ২৩৮৩
সালাতে কিরা’আত নির্দিষ্টকরণ প্রসঙ্গে
২৩৮২-২৩৮৩। ইউনুস (রাহঃ)….. উবায়দুল্লাহ ইব্‌ন আব্দিল্লাহ্ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, যাহ্‌হাক ইব্ন কায়স (রাহঃ) নো’মান ইব্‌ন বাশীর (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) জুমু’আর দিনে সূরা জুমু’আর (৬২) পরে কোন্ সূরা তিলাওয়াত করতেন ? তিনি বলেনঃ তিনি (ﷺ) هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ (৮৮) পড়তেন।

আবু বাক্‌রা (রাহঃ)….. উবায়দুল্লাহ্ ইব্‌ন আব্দুল্লাহ্ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, যাহ্‌হাক ইব্‌ন কায়স (রাহঃ) নো’মান ইন বাশীর (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) জুমু’আর সালাতে কোন্ সূরা তিলাওয়াত করতেন ? তিনি বলেন, সূরা الْجُمُعَةَ এবং সূরা هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ
2382 - مَا حَدَّثَنَا يُونُسُ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ الْمَازِنِيِّ , عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ: أَنَّ الضَّحَّاكَ بْنَ قَيْسٍ , سَأَلَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ: مَاذَا كَانَ يَقْرَأُ بِهِ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ عَلَى إِثْرِ سُورَةِ الْجُمُعَةِ؟ قَالَ: «كَانَ يَقْرَأُ بِهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ»

2383 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، قَالَ: ثنا مَالِكُ بْنُ أَنَسٍ، قَالَ: ثنا ضَمْرَةُ بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ: أَنَّ الضَّحَّاكَ بْنَ قَيْسٍ، سَأَلَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ: مَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِهِ فِي الْجُمُعَةِ؟ قَالَ: «الْجُمُعَةَ وَهَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৩৮২ | মুসলিম বাংলা