শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৩৬৯
নফল আদায়কারীর পিছনে ফরজ আদায় করা
২৩৬৯। ইব্‌ন মারযূক (রাহঃ) ..... সাঈদ ইব্‌ন আমের (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইউনুস ইব্‌ন উবায়দ (রাহঃ)-কে বলতে শুনেছি যে, একবার বৃষ্টির দিনে আব্বাদ (রাহঃ) মসজিদে এলেন। তিনি তখন লোকদেরকে আসরের সালাত আদায়রত পেলেন। তিনি যুহ্‌রের সালাত মনে করে তাদের সাথে সালাত পড়লেন (কেননা সেদিন-এর পূর্বে) তিনি যুহরের সালাত আদায় করেননি। সালাত শেষে দেখা গেল এটি আসরের সালাত। তিনি হাসান (বসরী) (রাহঃ)-এর নিকট এসে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন, তিনি তাকে যুহ্‌র এবং আসর উভয়টি পড়ার জন্য নির্দেশ দিলেন।
2369 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ يُونُسَ بْنَ عُبَيْدٍ، يَقُولُ: «جَاءَ عَيَّادٌ إِلَى الْمَسْجِدِ فِي يَوْمٍ مَطِيرٍ , فَوَجَدَهُمْ يُصَلُّونَ الْعَصْرَ , فَصَلَّى مَعَهُمْ , وَهُوَ يَظُنُّ أَنَّهَا الظُّهْرُ , وَلَمْ يَكُنْ صَلَّى الظُّهْرَ. فَلَمَّا صَلَّوْا فَإِذَا هِيَ الْعَصْرُ فَأَتَى الْحَسَنَ فَسَأَلَهُ عَنْ ذَلِكَ , فَأَمَرَهُ أَنْ يُصَلِّيَهُمَا جَمِيعًا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৩৬৯ | মুসলিম বাংলা